জমেছে বহু কথা, রয়েছে হৃদয়ে গাঁথা
সে কথা ভেবে দেখি হবে অযথা ;
চেপে রেখে দেই সে কথা বক্ষের মাঝে
নিয়ন্ত্রণ হারিয়ে বলিও কখনো আজে - বাজে !


এ মুখ কত কথা বলে যায় অবিরত
অমিল বাক্য প্রকাশ করে যে যত ।
বাতাস শুনে শুধু মোর অমিল ছন্দ
অনেক্ষন পরেও হাসি ওর হয় না বন্ধ !


চারিপাশে চেয়ে আমি একই ছবি দেখি
মুদিত নয়নে ছবি থাকে সেই একই !
নিশার স্বপ্নের শুরু তোমাকেই নিয়ে
চিত্র এঁকেছি যত আজ তোমাকে দিয়ে।


সবই বুঝি আবেগ আর কল্পনার ছড়া
যে ছড়া হবে না কখনো আমার পড়া!
আমি বলি না, সময় বলে এ কাহিনী
আমি শুনি শুধু অজস্র কথার প্রতিধ্বনি।।