ঊর্ধ্বগতিতে এগিয়ে চলেছে দেশ
    জনগণের অন্ন কেড়ে সমদ্ধৃ করেছে প্রযুক্তি
শাসকের বিলাসিতার ভারে নইুয়ে পড়েছে জাতি
      বাঙালির খাটের নিচে তেলের খনি ।


বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হয়েছে আজ
     লটুপাট,রাজত্ববাদ,প্রভাব বিস্তারকারীর বাংলাদেশ।
যেখানে ব্যক্তি স্বাধীনতার অস্তিত্ব নেই,নেই দুর্বলের অধিকার
     আছে জবরদস্তি প্রিয় সরকার।


দ্রব্য মল্যেূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার
    ঘরে ঘরে বেকারত্ব বিরাজমান
এখানে রয়েছে মতৃ মানুষের ভোটাধিকার
     সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার।


দেশের নয়-দেশের মানুষের উন্নয়ন দরকার
    এসি ঘরে বসে শাসক,জনগণের ভাগ্য নিয়ে চালায় কারবার
চারিদিকে ক্ষুধার্ত মানুষ করে হাঁহাঁকার
     সমদ্ধৃ দেশ আজ দুর্ভিক্ষের কিনারায়।


মানুষ আসবে যাবে , হাসবে খেলবে ,
   দেশ যেথায় আছে , সেথায় থাকবে ।
উন্নয়ন করা দোষের কিছু নয়, তবে দেশের নয়
       দেশের মানুষের উন্নয়ন কর।