কালবৈশাখী ঝড় এলে
       আমের রাজ্যে মেলা বসে,
আম কুড়ানোর ধুম লাগে
         বাচ্চা সব খুশিতে নাচে।


কালবৈশাখী ঝড় এলে
       কৃষকেরা আতঙ্কে থাকে,
ইট চাপা দেয় চালায়
        ঘরের চালা উড়ার ভয়ে।


তবুও ঘরের চালা উড়ে যায়
        কালবৈশাখী ঝড়ে,
চালাহীন ঘরে বসে কৃষক
         বৃষ্টিতে ভিজে কাঁদে।


কালবৈশাখী ঝড় এসে
        ফসল নষ্ট করে,
এমন ঝড় চায় না কেও
         তবু্ও ঝড় আসে।


কালবৈশাখী ঝড় এলে
        কৃষকের বেশি ক্ষতি হয়,
কত কৃষক মারা যায়
           গাছের চাপায় পড়ে।