অর্থ তুমি ধন্য
মানুষ চেনাবার জন্য,
সব মানুষের মুখোশ খুলে
অর্থ তোমার জন্য।


তোমার জন্য লড়াই করি
আমরা মানব জাতি,
তুমি বন্ধু খাঁটি
আমরা সবাই মাটি।


মাটি থেকে জন্ম আমার
মাটিতে ফিরে যাবো,
অর্থের পিছু ছুটবো আমি
যতদিন বেঁচে থাকবো।


রাজা থেকে ফকির বানাও
ফকির থেকে রাজা,
এই দুনিয়ায় সবাই ফকির
তুমি বন্ধু রাজা।


বন্ধু তুমি চলমান গাড়ী
আমরা প্যাসেঞ্জার,
দেশ-বিদেশে ঘুরে বেড়াও
ব্রেক নাই যে তোমার।


আর কতদিন চলবে তুমি
এই না রাজত্বে,
তোমার পিছু ছুটবে সবাই
লালোসার টানে।

তোমারে যে জন্ম দিয়েছে
লোভ লালোসার সৃষ্টি করেছে,
তুমি নাই তার হাতে
সেতো মরে গেছে ।


সেতো অনেক আগেই  গেছে
আমিও যাবো মরে,
তুমি একা ছিলে,একা আছো
একাই যেও বিশ্ব নাচিয়ে ।