তুমি হলে রাজকন্যা
       আমি তোমার প্রজা,
ভালোবাসি তোমায় আমি
         বোঝেনা তোমার বাবা।


তুমি বোঝাতে ব্যার্থ
      অন্যকে বিয়ে করার দিল শর্ত ,
বিয়ে করে সংসার করো
           আমি পচে মরি।


আর কখনো খোজ নিও না
                 আমি কেমন আছি,
ভেবে নিও, আমি মরে গেছি
          তোমায় অনেক ভালবাসি।


দিন যায় রাত আসে
          তুমি এলে না,
তোমার ভালোবাসা ছিল
        শুধুই ছলনা।


সুখের আশায় ছেড়ে গেলে
           সুখ নিয়ে থাকো,
আমার মতো ধোকা আর
       কাওকে দিওনা যেন।


আমার হওনি বলে
        ক্ষতি করবো তোমার
এই ভেবো না আর
         সুখে থেকো চিরকাল।


একা আছি ভালো আছি
             তোমারে পাইনি,
তোমার মতো ছলনাময়ী
         এ জীবনে চাইনি।


বাচ্চা হলে রেখ তুমি
        আমার নামেতে নাম,
স্বামীর কাছে করো না
       আমার বদনাম।