সন্মান তুমি কার
     হিংসা, বিদ্বেষ, মারামারি ভুলে
যে সৌন্দর্যকে আপন করে নেবে
        -আমি তার।


সন্মান তুমি কার
     যুগের সাথে তাল মিলিয়ে
যে চলতে পারবে
        -আমি তার।


সন্মান তুমি কার
      যে কখনো মিথ্যা বলে না
সব সময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে
        -আমি তার।


সন্মান তুমি কার
      যে তার মা-বাবার পায়ের নিচে
জান্নাত খুঁজে নিবে
        -আমি তার।


সন্মান তুমি কার
      যে তার কর্মের দ্বারা
আমার যোগ্য হবে
        -আমি তার।


সন্মান তুমি কার
      আমাকে যে নিতে পারবে
তবে জোর করে নয়,
        মহত্ব,মমতাবোধ দ্বারা।


সন্মান তুমি কোথায় থাকো
      থাকি আমি মানবতার মাঝে
সবাই পায় না খুঁজে
        যে পায়, সে হয় ধন্য।