চলে গেছে অনেক দিন
তারপর আর নেই গল্প,
স্মৃতিতে এখনো দাগ কাটে অল্প।
ভোর ভোর সকাল সকাল
স্বপ্ন দেখে জেগে উঠি সে ডাকে আবার
জানালা খোলা
বন্ধ কেনো দ্বার?
সকালে পাখি নিয়ে এলো নাকি
তার ভিনদেশে থাকার খবর,
যে ছিল আমার এখন অপর!
কোন ডাকে ডাক পাঠালে পাবে
কোনো ঠিকানাই লাগবে না
বেতার তরঙ্গে পৌঁচ্ছে যাবে আটকাবে না!
কে জানে মনের হাজার প্রশ্ন,
উত্তর পাব কোথায় ?
সেই আশায় সময় বয়ে যায়।
দখিনা হাওয়া বয় যখন
হৃদয়ের গভীরে দোলা দেয় কেনো?
কে বলতে পারে সে কার জন্য?
এখনো তো কেউই জানে না তার গল্প
গল্পের শেষ পাতা লেখা বাকী,
কবে হবে আবার দেখা
দূরত্বকে দিয়ে ফাঁকি?
শেষ বেলা হবে আবার মেলা
দেখা কি হবে শুধু একটি বারের তোরে,
চলে যেতে গল্প সমাপ্ত করে?