সেই কবে
তোমার গুপ্তধনের অনুসন্ধাণে
এই অন্তহীন যাত্রা
কখোনো ভেবেছি
জেনে গেছি অনেক কিছু
দেখা হয়ে গেছে অনেক রত্নভান্ডার
সেই আত্মতৃপ্তিতে
হয়েছি কিছুটা স্থিতু
কালের আবর্তনে দেখি
হাসছো সেই রহস্যময় হাসি
তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছ
ভ্রমের সাম্রাজ্য-
তোমার অদেখা ভূবনের অনেকটা অজানা রয়ে যাবে
কেবল গন্তব্যের উদ্দেশ্যে
দৌড়-ঝাপ,চড়াই-উতরাই
অতলান্তে হারিয়ে যাওয়া
আর ক্রমশ নিশানা দূরে সরে যাওয়া    
এই সত্য মেনে নিয়ে
একদিন চলে যেতে হবে জানি