সবাই যখন অনেক কিছু খুঁজছিলো
খুঁজে খুঁজে কেবল শুধু হয়রানই হচ্ছিলো
ভীড়ের মাঝে খুঁজে বেড়াই
একটি মুখ -
মানুষ খুঁজে বেড়াই আমি
নকল নয় সে আসল মুখ
হোক না কালো
হোক না বেঁটে
হোক না তার বিদ্যে-বুদ্ধি একটু খাটো
পয়সা কড়ির ঝনঝনানি
না হয় একটু কমতি থাক
হৃদয়টা তার ভালোবাসা
মায়ায় ভরা- পূর্ণ থাক
চোখ ভরা থাক কোমল জলে
মন জুড়ে থাক সবুজ বন-
খুঁজছি জোর পেয়েই যাবো
একটুও সন্দেহ নেই-