ধৈর্য ধরো, চেষ্টা করো, জাগো সাধনায়
শ্রমে শুধু শ্রম জেনে জাগো মন তায়।
অসীম জীবন পথ,
ধীরে ধীরে চালা রথ
পথ না ফুরাতে শেষে
চাকা ভেঙে যায়!
তীরে এসে খেয়া তরী শেষে ডুবে যায়!


তীর দেখে লাফিয়ো না ধীরে ধীরে চল
ধীরে তরী যাক তীরে পাড়ি দিয়ে জল।
তীর কাছে জল বাকী
করোনারে হাঁকাহাঁকি
ডুবে যাবি সিন্ধু নীরে
অগাধ অতল!
ধীরে ধীরে চল ওরে, ধীরে ধীরে চল।


ধীরে ধীরে ধৈর্য্য ধরে ধীরে উঠ তীর
পিছলা খানা ডিঙিয়ে ছেড়ে আয় নীর।
প্রাণ হবে কালজয়ী
অপার রহস্যময়ী
দিবে ধরা তোর কাছে
তুই প্রাণ বীর!
প্রাণ তোর সোনা হবে ধীরে উঠ তীর।


যেই জন ধৈর্যহীন, সাধনা বিফল
জীবন তারই সাথে করে শত ছল।
চেষ্টা আছে ধৈর্য্য নাই
তার কোন স্থান নাই
যেথা যায় খান খান
তার চেষ্টা বল!
চেষ্টা মাঝে ধৈর্য ধর, ধৈর্য্য ধরে চল।


চেষ্টা আছে,  ধৈর্য আছে, তীর ভালো নাই
তরী বেঁধে উঠবার তীরে নাই ঠাঁই।
ছেড়ে আয় এই তীর
তীর শত ধরণীর
ভালো তীর কোথা আছে
খুঁজে লও তাই।
এবার উঠবি তীরে আর ভয় নাই।


সুমন  নূর...