দিন শেষে কে গো যায় ঐ, জ্বল জ্বল সোনালী রেখায়,
তুমি জ্যোতি তুমি মহাপ্রাণ, শুন্যের নীল ফিরোজায়।


নিষ্প্রাণ ধরা নীল নভে
তুমি দিলে সুর জাগে সবে
মহাবিশ্ব নিঃস্বতায়
যদি তোমাকে হারায়।
দিন শেষে কে গো যায় ঐ, জ্বল জ্বল সোনালী রেখায়,
তুমি জ্যোতি তুমি মহাপ্রাণ, শুন্যের নীল ফিরোজায়।


অম্লান থেকো চিরকাল বিশ্বের গর্বিত ধনি
মহতের প্রদীপ শিখায়, তুমি সাম্যোর দিবামনি
তবু নেমে আসে অহরহ
গোধুলী বেলার এই বিরহ
রজনী এসে সুধায়
ওগো এসো তুমি সোনালী ঊষায়।
দিন শেষে কেগো যায় ঐ, জ্বল জ্বল সোনালী রেখায়,
তুমি জ্যোতি তুমি মহাপ্রাণ, শুন্যের নীল ফিরোজায়।


সুমন নূর...