স্বর্গের উদ্যান, পাহাড়ের ঝর্ণা
সবুজের এই দেশ নদী ভরা স্বর্ণা
বল জয়, আমাদের চিরজয়।।


পিশাচেরা চিরকাল দিয়ে এলো দাঙ্গা
বাঙ্গালী রক্তের এই দেশ রাঙ্গা
নেই ভয়, নেই ভয়, নেই ভয়।।


দুর্বার বাঙ্গালী, দুর্মর ঘূর্ণি
বারে বারে দুরাচার করে দিল চুর্ণি
বাঙ্গালী অবিনাশী অক্ষয়।।


হানাহানি, বিদ্বেষ, সংঘাত দ্বন্দ্ব
দুর্নীতি, কালো হাত সুনিপুণ রন্ধ্র
হোক ক্ষয়, বল জয়, নেই ভয়।।


যতো আসে চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণ
সচেতন বাঙ্গালীর সততার বর্ষণ
হোক তবে, হবে জয়, নেই ভয়।।


ঘুষখোর, চণ্ডাল, হানাহানি চর্চা
রাজপথে জনতার রক্তের বর্ষা
আর নয়, আর নয়, আর নয়।।


শোন শোন বাঙ্গালী রক্তের মূল্যে
আনা এই দেশটারে স্বর্গের তুল্যে
তুলে দিতে দিক দিক এসেছে সময়।


এই দেশ সকলের ভালোবাসা সিক্ত
আমাদের অধিকারে আর নয় তিক্ত
বল জয় আমাদের চিরজয়।


সুমন নূর...