শত বিরহের শত বেদনায়
কত না জীবন ক্ষয় লয়
শুকনো পাতার মর্মর ধ্বনি
পদতলে তারই বেদনা শুনি
হৃদয়ের বেদনা কত না ধ্বনি
রাঙা বেদনায় রাঙা হয়
শত বিরহের শত বেদনায়
কত না জীবন ক্ষয় লয়।


পুষ্প কানন সৌরভে তারই
প্রাণের আবেগ উচ্ছাসে
শত বিরহের শত বেদনায়
ফুল গুলো তার ঝরে যদি যায়
ক্রন্দনে যদি মাটিতে লুটায়
জাগবে কারই উল্লাসে?
পুষ্প কানন পুষ্প তারই
বেদনার বানে নেমে আসে।


বেড়ায় যখন ঝাঁক ঝাঁক পাখি
গাছ ও ঐ গগন পানে
তখনই যদি শিকারির তীর
ঝড়ো হাওয়ায় ঝরে যদি নীর
এলো মেলো সবে চলে যাবে নীড়
চলে যাবে বেদনার গানে
হবেনা তখন সুরের পবন
নানান সুরের সুধা গানে।


জীবনে যখন বেদনা গনায়
বিরহ একাকী আসে নেমে
বন্ধু আমার তারে কোথা পাই,
আসবে আপন আজ কেউ নাই
রব শুনি যেন ধুর হোক ছাঁই
দিবে না ধরা ধরণী প্রেমে।
একাকী জীবন বেদনায় যেন
বিরহ একাকী আসে নেমে।


সুমন নূর...