পাখির ডানায় তব নাম
ইয়াছমিন ঈসা,
অসীমের সুনীল সীমায়
ধরণীর দিশা।


তুমি মেঘ হীন সুনীল আকাশ
তুমি ভোরের তর তাজা বাতাস
ভরা প্রাণে তৃষা।
ইয়াছমিন ঈসা-


তুমি ঝর্ণার সুর ঝুর ঝুর                                
গানের পাখির সুর সুমধুর
জোস্নার নিশা।
ইয়াছমিন ঈসা-


তুমি পৃথিবীর সুর কল্লোল
তুমি বারিধির হিন্দোল দোল
নির্মল বিসা।
ইয়াছমিন ঈসা-


তুমি হৃদয়ের ব্যাকুলিত ভাষা
পৃথিবীর পথে পথে সঙ্গতা আশা
হতে প্রাণে মিশা।
ইয়াছমিন ঈসা-


বেদনার সুর যত হতে সুমধুর
নব নব পথ চলে যেতে বহুদুর
কেটে অমানিশা।
ইয়াছমিন ঈসা-
তুমি মোর ধরণীর দিশা।


সুমন নূর........