রচনা-৮ই এপ্রিল ২০২১


ধূলোপড়া ডায়েরীর পাতায় দম বন্ধ হতে হতে- বিবর্ণ গোলাপটির আত্নচিৎকার থেমে গেছে সে-ই বহুবছর আগের বিষন্ন গোধূলি মাখা সন্ধ্যার আবিরে। তারপর বহু দিন গেছে, রাত গেছে, সাঝের মায়া হারিয়ে গেছে অতলে; বুক-পাঁজরের ক্ষতটা বেড়েই চলেছে কর্কট রোগের আনুরূপ্য।


সময়ের বিবর্ণতা বয়সের ভারে নুয়ে পড়েছে সজনে ডাটায়; দেবদারু জুড়ে স্মৃতির পাতাগুলো জড়ো হয়ে আছে কালের সাক্ষী হয়ে। সন্ধ্যেরা ভীড় করে প্রতিনিয়ত ঘড়ির কাঁটার পেন্ডুলামে; নক্ষত্রেরা দলছুট হয়ে ঝরে পড়ে মর্ত্যলোকে গভীর আলিঙ্গনের আশে।


গ্রাফিতি জুড়ে ভয়ংকর বাস্তবতা প্রস্ফুটিত তুলির আখরে; বাস্তব/পরা-বাস্তবের আজন্ম লড়াই মনের আঙ্গিনায়। কলমিলতায় ভেসে রয় সহস্র আত্নহননের কাব্যকথন; নিঃসঙ্গতা আঁকড়ে ধরে অশরীরী অবয়বে দুঃস্বপ্নের করাল থাবায়; প্রণয়িনীর নাগিন দংশনে পুল-সিরাত সহজেই আলিঙ্গনে জড়িয়ে নেয়।