বয়স শুধুই সংখ্যা
——————
       সুপ্রিয়া চৌধুরী
         ————-
দুঃখ কেন বাপু তোমার
বয়স ছুঁলে ষাট  ?
ছেলে মেয়েরা যে যার মতো
নেই কোনো ঝঞ্ঝাট।
পড়াশুনোর পাট চুকেছে
নেই তো বকা-ঝকা-
দিনরাত তো খাঁটলে কতই
এবার বুঝি একা !
একাই এবার বাঁচতে শেখা
এটাই যুগের দাবী
চলো, এসো, নিজেকে নিয়ে
একবার তো ভাবি !
করতে যে চাও  কত্ত কিছু
সময় কিছু পেলে
হারিয়ো না বাকী জীবন
বৃথা অবহেলে !
বয়স শুধুই সংখ্যা বুঝি
সবাই তো তাই বলে -
ছয় আর ষাটে তফাত কতই
শূণ্য ছেড়ে দিলে ?
———————