মহামানবের আহ্বান
———————-
                সুপ্রিয়া চৌধুরী
                 ——————-
যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-
“বিশ্বসাথে যোগে যেথায় বিহারো”-
তোমার আমার যোগসূত্রের,
সেটাই হোতো শুরু,-
না চাই বিজন, না চাই সুজন,
একাকীত্বের ও নেই প্রয়োজন,
যোগসূত্র ত বাঁধাই আছে
একে অন্যের সাথে,
এমন সহজ অনুভূতি যেন
হারিয়ে যায় না পাছে।


যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-
“আমার এই পথ চলাতেই আনন্দ”-
ক্লান্তিহীন পথিকের মত,
চলতাম ক্রমাগত।
যে পথের কোনো শেষ নেই,
শুধু চলাই জীবন-
মহাজাগতিক সঞ্চয়ের আনন্দে,
অসীমের খোঁজে ছুটে চলে যায় মন।


যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-
“একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে”-
এক মুহুর্তে সেই আবেশের রেশ
যেন ছুঁয়ে যায় হৃদয়ে, মনে, দেহে।
শিহরণ জাগে মনের গভীরে,
আনন্দ ধ্বনি বাজে চারিধারে,
উপলব্ধি হয় যেন, সে এসেছে,-
সে এসেছে, -আহ্বান জানাতে,
ডেকে নিতে মোরে, মহামানবের গেহে !


যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-
“সমুখে শান্তি পারাপার”-
একি আনন্দ অনুভূতি, এ কি অপুর্ব শান্তি !
আর কিছু নেই, এই জীবনে চাইবার !
হিসাব চুকলো সব দেনা পাওনার,-
মিলন হলো,-মানবের সাথে মহামানবের,-
অবশেষে  ! বিশ্বের দরবারে ।
—————————————————