অ- ভোট ওয়ালা বাবুরা,
আরে হ্ হ্ তুদের কেই বলছি,-


নিজেরা খায়ে পান্তা-ভাত।
তুদের মুখে তুইলে দেই,
চিকেন বিরি-য়ানি।
তাও তো তুরা দিলিনা একটু,-
ঐ শোধন করা পানি!
গ্রামের মাইয়ার ইস্কুলে যাবেক।
নলে করে, উঠান অবধি পৌঁছাবেক,
শোধন করা পানি।
ঘরে ঘরে জ্বলবেক বিজলির আলো।
অত-অ জলদি সব প্রতিশ্রুতি ভুলে গেলি বাবু।
তুদের কথা মেনেই তো ঐ
তিন নম্বর বুতামটা টিপিছিলি।
ক-দিনের তরে দু-চোখ ভোরে
আঁকে ছিলি কত রঙবেরঙের স্বপন।
ভাবেই বসেছিলি বেটিটাকে লেখাপড়া শিখায়ে,
মানুষের মতো মানুষ করবক।
সব মিছা হইল ক-টি দিন পর।
মানুষ থেকে হলি তুরা মন্ত্রী; এম এল এ,
রাস্তা ছেড়ে ধরলি নরম গদি, ঠান্ডা ঘর।
মোরা আজও রোদে পুড়ি, চাষ করি,
তুদের মুখে তুইলে দেই,
চিকেন বিরি-য়ানি।
ধানের খেতে গলা শুকায়,
ঢকঢক করে গিলি আজও পচা ডোবার পানি।