এক মুঠো ভাত পেলে ওরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে,
তিনকূলে যাদের কেউ নেই, বুভুক্ষু মানুষের দল,
ভাত, শুধু ভাত, অহর্নিশ ভাতের স্বপ্নে মাতাল জীবন।
না না উপাদেয় কিছু নয়, চাই শুধু ভাত, পোড়া রুটি, অন্তত ভোজ্য কিছু সামগ্রী।
দুরন্ত ক্ষুধা ছিঁড়ে খাচ্ছে প্রাণ, তিন দিন কিছু জোটেনি।
জাতপাত, উপদেশ বা জ্ঞানীর নীতিবাক্য,
তীক্ষ্ণ চতুর ভাতের ক্ষুধা হয়না প্রতারিত।
কোন বিধ্বংসী দাবানলে যেমন দহিত সমস্ত ধরণী,
তেমনি পুড়ে পেটের প্রান্তর মা হয় হত্যাকারিণী।
মান-সম্মান, লোকলজ্জা সব নিমেষেই ভস্মীভূত,
ক্ষুধার আগুনে ঝলসে উঠে আহার্য মনুষ্যত্ব।
নাই কোনো রোগ-ব্যাধির এমন দুরূহ যন্ত্রণা ।
ক্ষুধায় শাপিত মানুষ করছে দেখো মৃত্যুর প্রার্থনা।
বাসি, পচা ভাত, না না আজ কিছুই ফেলনা নয়।
ক্ষুধার নিকট আজ হেরে যায় মৃত্যু ভয়।
বেশি কিছু নয়, জীবন চাই শুধু দুমুঠো নুন ভাতে,
ভাত, ভাত বলে ক্ষুধার্ত দেখো স্বপনেও যে কাঁদে।