শোন, দাঁড়াও,
যদি যাবার হয়, চলে যাও,
মনের উঠোনে ওভাবে বার বার ফিরে এসো না।
ওভাবে স্মৃতির পাথর ছুঁড়ে মেরোনা,
স্মৃতির আষাঢ়ী লতা হয়ে, ওভাবে আর পেঁচিয়োনা।
ওভাবে আর ক্ষত বিক্ষত করোনা আমায়।


বুকের  মধ্যে অহর্নিশ জেগে রয়,
সেই মুখ, চোখ, ঠোঁট, কথা বলার ধরণ, চলন, সমস্ত অবয়ব।
ভীষণ ব্যস্ততায় হঠাৎ সমস্ত মনোযোগ কেড়ে নাও,
পৃথিবীর থেকে ছুটি নিয়ে আমি তোমায় ভাবতে শুরু করি।
মাঝপথে থমকে দাঁড়াই, হঠাৎই মনে হয় হয়তো তুমি আসছো।
ভীড়ের মাঝে হঠাৎই মনে হয়, এই তো তোমায় দেখলাম,
রক্তে রক্তে দলা পাকিয়ে তোমার অস্তিত্ব জেগে ওঠে।
আমার সমস্ত ভাবনায় তোমার একতান্ত্রিক আধিপত্য।
যদি চলে যেতে হয়, আমায় মুক্ত করে যাও।
অদৃশ্য এই কারাগারে হাঁপিয়ে উঠছি আমি।


শোন,
নিজেকে এভাবে ফেলে রেখে কোথায় যাচ্ছ তুমি!
আমার সমস্ত বোধের উৎস হতে নিজেকে নিংড়ে নিয়ে যাও।
একটুকুও বাকি রেখোনা, একটুকুও না।