অনেক দেখেছি মুর্খের আস্ফালন;
আমরা এখন চাই মানুষের সঙ্গ।
এ ভূমিতে ছিল শিক্ষার উৎকর্ষ।
এখানে চলে না সাম্প্রদায়িক রঙ্গ।


তবু দিনে দিনে এ কী দুর্দিন এলো!
শিক্ষার বাতি নিভিয়ে হাসছে কারা?
অন্ধকারেই পিশাচের বাড়াবাড়ি,
ধ্বংসের গানে উল্লাসে মাতোয়ারা।


সহজ মানুষ শঙ্কিত, ভেবে মরে-
কোন দেশ এলো হারিয়ে পরাধীনতা!
গর্জে বেড়ায় শ্বাসরোধী প্রদুষন।
কাঁধে হাত রাখে পলিশড বর্বরতা।


কিছু ধান থাকে, থাকে সন্তান, আশা,
থাকে সাধারণ বেঁচে থাকা, ভয়ভীতি,
সঙ্গত মুখে সময়ে কুলুপ আঁটা,
ভাং খেতে বসে কাগজের সম্প্রীতি।


আমরা গোপনে ভীষণ রক্তপায়ী,
আমরা দেশের শরীরে ফোটাই দাঁত,
আমরাই শুধু শান্তি মিছিলে হেঁটে
করে ফেলি যেন কতই কিস্তিমাৎ।


আমরা আসলে অজুহাতপ্রিয়, রোজ
ধুলো কাদা ছুড়ি এর ওর তার মুখে
আমারও রয়েছে সমপরিসরে দায়,
দিন কাটাচ্ছি দলে দলে তাল ঠুকে।