হাজার  কথার  মাঝে  লুকানো কিছু  কথা,
ঝলসে ওঠা  বিদ্যুতের মতো হঠাৎ  প্রশ্ন করে;
নিরুচ্ছ্বাস কিছু  মোহগ্রস্ত ভালোবাসার  পুরনো অভ্যাস।


জাগিয়ে  রাখে সারা রাত অসুখের বিপ্রতীপে-
অতন্দ্র  প্রহরীর মতো শপথের শাণিত  বাক্য।
বজ্রগর্ভে মেঘ অসুখ নদীর বুকে আশার সঞ্চার !


প্রেম অথবা সংলাপ  সবাই  তো অন্তরের ছাপ,
অচেনা  লাগে  রসকুণ্ডের  গভীর  সরোবর।


নিতান্তই  সর্বহারা  বৃষ্টি  ভেজা রাতের কান্নারা;
কারাগারে বন্দি... বিশ্বাস মিলে জীবনে-
শব্দ বর্ণ  যাক মিলে  মনের নিঃশব্দে।


কি জানি! কি অভিলাষে দগ্ধ মন  আবার  ও ডুব  দেয়!
হাঁটতে হাঁটতে অন্য  মনে পুণরায়  জীবন  খুঁজে,
মন বাস্তবের তন্বী দেখে না,ভালোবাসায় তৃপ্ততা চায়।


ক্ষণিকের আলোর ঝলকানি শুধু  তিমিরের মায়া;
চলো ফিরে  দেখা যাক  জীবন -মৃত্যুর বেহিসাবি খেলা।