______________


অন্তরীক্ষ ছেয়ে রাখে কালোজিরে মেঘ
এদিকে বাড়ছে ঠিকই বাতাসের বেগ ।


নিরুপম, তুমি এখনো শুয়ে আছো যে
এখনই সাইরেনগুলো ঊঠে যদি বেজে ।


নিরুপম, কি হলো আজ, একি অলসতা
অকস্মাৎ মেঘভাঙা রাতে রুক্ষ নীরবতা ।


বাতাসের সাথে মিশে বরফের সুতীক্ষ্ণ কুচি
ঘরে নেই আলোর আভাস, ধূলাচ্ছন্ন ধুনুচি।


বাইরে শোনা যায় বৃক্ষের সুতীব্র ক্রন্দন
বজ্রবিদ্যুতে উত্তাল আকাশ করে ঝনঝন ।


বেজে চলে মূহুর্মূহু অনুপুঙ্খ সাবধানবাণী
এক ঝটকায় উড়ে যায় সখিনার ঘরখানি ।


সখিনা, জনম দুঃখী তুই ঝড়ও কি জানে
নিরুপম, জানো কি সখিনা নামের মানে ?


অট্টালিকার নিরাপত্তায় তুমি আজ নিরুপম
জনতার কাতারে ছিলে একদিন
                      আজ তুমি গরীবের যম !