পৃথিবীর খিদে নিয়ে ভূমিষ্ঠ হল শিশু
মা খেতে পায় না, শিশু কী খাবে –
বিছানা ছেড়ে উঠতে পারে না অসহায় মা
শিশু চিৎকার করে অবিরাম!


শরীর থেকে বেরিয়ে যাচ্ছে রক্তের স্রোত
শুকনো শরীরে এতো রক্ত আসে কোথা থেকে
পুষ্টিকর খাবার জোটে না দু’বেলা –
বেঁছে থাকার জন্যে যেটুকু প্রয়োজন সেটুকুও পায় না।


কেমন করে বাঁচবে শিশু জানে না মা
জ্যোৎস্না আলো ছড়িয়ে পড়ে অভুক্ত শিশুর মুখে
ভূমিষ্ঠ শিশু জন্মেই শুরু করে দিয়েছে তার লড়াই
অনন্তকাল ধরে চলছে নবজাতকের বিপন্নতা!


মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে –
পাখিদের কলরবে খিলখিলিয়ে হেসে ওঠে শিশু
কান্না থামিয়ে অবাক পৃথিবীকে দেখে একরত্তি নবজাতক
এ কেমন পৃথিবী, যেখানে মা ও শিশুর জোটে না খাদ্য!


     *********


রচনাকাল – ৩০/০১/২০২১