অভিনয় করে কাটিয়ে দিলে জীবন
আসল চেহারা বদলে দিয়ে পরেছ নকল সাজ
ঝকঝকে পোশাকের আড়ালে লুকিয়ে আছে অ-সভ্যতা।


জীবজন্তু অভিনয় জানে না
বনভূমির সারল্য আজও খেলা করে ওদের হৃদয়ে
এখানেই মানুষের সাথে তফাৎ লক্ষ যোজন।


পাথর গলে যায়, হিমবাহও গলে যায় -
মানুষ হেমন্তের হাসি হেসে করে অভিনয়
কাউকে বুঝতেই দেয় না কার শরীরে কখন কে যে ছুরি মারছে।


যারা অভিনয় জানে না তারাও রপ্ত করে ফেলেছে অভিনয়
কে ভালো কে মন্দ চেনার উপায় নেই
ছেঁড়া ক্যানভাসের মধ্যে ঘুণপোকার শব্দ শোনা যায়।


বৃষ্টিতে ভিজছে প্রকৃতি, পশু পাখি, বন্যপ্রাণী
মানুষ ভিজতে ভয় পায়  -
যদি ভিজতে ভিজতে আসল চেহারাটা বেরিয়ে পড়ে।


              ******


১৯ জুন ২০২৩