শরতের রোদ হামাগুড়ি দেয়
শিশির ভেজা ভোর
বাতাসে এসেছে হিমেল পরশ
লেগেছে পুজোর ঘোর।


গরীব দুখীর আসবে সুদিন
সবাই পাবে কাজ
অভাব এবার থাকবে না আর
পরবে নতুন সাজ।


অমানিশায় আঁধার কেটে
জ্বলবে রঙিন আলো
খুশির রোশনাই লাগবে হৃদয়ে
সব্বাই থাকবে ভালো।


আকাশ প্রদীপ জ্বালিয়ে দিলেই
অভাব হবে দূর
মা দূর্গা আসছে ঘরে
বাজছে আগমনীর সুর।


ছেঁড়া জামা ছেঁড়া শাড়ি
পরবে না আর কেউ
নতুব পোশাক পরবে সবাই
লাগবে সুখের ঢেউ।


      ******


রচনাকাল - ২২ সেপ্টেম্বর ২০২৩