ঝলসে যাওয়া রুটির মতো স্বপ্ন
দিশেহারা মন অবাধ্য হয় বারবার
শান্ত হতে পারি না কখনও -
বসন্তের শেষ রোদ্দুরটুকু গিলে খায় দিশাহীন মানুষ।


অন্ধকারের কাব্য ভুলে যেতে চায় অলীক জোছনায়
ভাঙা আয়নায় সামনে দাঁড়িয়ে দেখেছি নিজের ক্ষতবিক্ষত কঙ্কাল
উলঙ্গ মানুষের মতো বেঁচে থাকার লড়াই আজীবন ...


ভালোবাসাগুলো হিমঘরে কখন যেন জমা হয়ে গেছে
অন্ধকার কেটে আলোর সন্ধানে জোনাকির সাথে হাঁটতে ইচ্ছে করে
রূপকথার গল্পগুলো ধূসর আঁধারে হারিয়ে যাচ্ছে।


ঝলসে যাওয়া রুটির শরীর থেকে গন্ধ ভেসে আসছে
মায়াবী জ্যোৎস্নার বালুচরে শুয়ে আছে অভুক্ত কঙ্কাল
অভিমান করে কী লাভ -
তবুও রামধনু আলোর স্পর্শে হৃদয়ের উঠোনে জমা হচ্ছে একবুক অভিমান।


              ********


১২ এপ্রিল ২০২৩