আকাশ জুড়ে অলীক আলোর ঝলকানি
মধ্যবিত্ত জীবনে আলোর দিশা কোথায়
পাথর চাপা বুকে একরাশ অভিমান -
দমকা হাওয়ায় ভেঙে যায় জীবনের সোনালী পথ।


ঝড় সামলে নিয়েছে অসহায় মানুষ -
দুঃখের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে বাঁচতে শিখে গেছে
সভ্যতার হাত ধরে হাঁটতে চায় সারাটা জীবন।


অলীক অভিমান মনে রেখে লাভ নেই
হৃদয় খুঁড়ে লিখে রাখে জীবনের অতীত কাব্য
সাম্যের গান গাইতে গাইতে ভুলে যাবে অতীত
সমস্ত অন্ধকার মুছে দিয়ে আলোয় আলোকিত হবে গোটা পৃথিবী।


ঝলসে যাচ্ছে মানুষের দীর্ঘশ্বাস
জলের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছে অভুক্ত মানুষের দল
তবুও পুড়ে যাচ্ছে সভ্যতার অসুস্থ মুখ।


          ******


২৯ মার্চ ২০২৩