ঠিক যদি হয় মুখের ভাষা
মানুষ করবে সম্মান
মুখের ভাষা অশুচি হলেই
সব্বাই করবে অপমান।


রঙিন পোশাকে বাহাদুরি নেই
হৃদয় করো উঁচু
ছিন্ন পোশাকেও লাগে সুন্দর
মাথা যদি থাকে নিচু।


শত্রু তোমার বন্ধু হবে
পরও হবে আপন
হৃদয় দুয়ার রাখো খুলে
করবে না স্বজনপোষণ।


মুখ ফিরিয়ে যেওনা চলে
বাড়াও তুমি হাত
দুঃস্থ মানুষও হাসবে জেনো
কাটাবে সুখে রাত।


অসৎ মানুষে দুনিয়া ভরা
মানুষ ভুলেছে হাসি
সভ্য কতো হয়েছি জানিনা
হেসে বলছি – আসি!


   ****


রচনাকাল – ০৯/১০/২০২০