আকাশে মেঘ বৃষ্টি কোথায়
এসেছে আষাঢ় মাস
কৃষকের মুখে ফোটে না হাসি
শুকিয়ে মাঠের ঘাস।


জলের অভাবে নদী পুকুরে
নেই একফোঁটা জল
সূর্যের তেজে পুড়ছে সবুজ
মেঘ করছে ছল!


আষাঢ়ের জলে কৃষকের মুখে
ফুটবে সুখের হাসি
বৃষ্টি এখন নিয়েছে ছুটি
সুখটা হবে বাসি।


বৃষ্টিতে ভিজে কদম ফুল
ছড়াবে মধুর গন্ধ
ভ্রমরের দল মধুর লোভে
চিরকাল তারা অন্ধ।


আষাঢ়ের ঘ্রাণ জুড়াবে প্রাণ
এ যে প্রকৃতির মহা দান
নিঃস্ব মানুষ হাসবে আবার
নদীতে আসছে বান।


     *******


২৪ জুন ২০২৩