বৃষ্টি দিনে ভিজছে শিশু
শৈশব ফিরে আসে
মাঠের জলে মাছের দল
খিলখিল করে হাসে।


টাপুর টুপুর বৃষ্টি পড়ে
এসেছে আষাঢ় মাস
ধীরে ধীরে উঠছে বেড়ে
মাঠের যত ঘাস।


ভিজতে ভিজতে ফুটবল খেলা
হৃদয় রঙিন আকাশ
মুষল ধারায় বৃষ্টি ঝরে
বইছে ঝোড়ো বাতাস।


ঘরের দাওয়ায় বসে ঠাম্মা
আঁকছে নকশি কাঁথা
স্মৃতির পাতায় ধূসর মেঘের
হাজার সুখের কথা।


রবি ঠাকুরের কবিতা পড়ে
পাখিরাও গাইছে গান
ডানায় তাদের মুক্তির স্বাদ
আকাশ ওদের প্রাণ।


        *******


২৮ জুন ২০২৩