শ্রাবণের ধারা পথ হারিয়ে
মাটির পানে চায়
প্রকৃতির একি করুণ দশা
সবই মানুষের দায়!


বেঁচে থাকার নেই অধিকার
বৃষ্টি কী করে চাও
গাছ কেটে উল্লাসে মাতো
ফলটা তোমরা পাও!


বৃষ্টির পথ করেছো বন্ধ
নেই তোমাদের লজ্জা
বহুতল গড়ো মনের সুখে
পাতবে মরণ শয্যা!


আকাশের বুকে হাতুড়ি ঠুকে
দেখাও তোমাদের দম্ভ
শিক্ষা শুধুই খাতা কলমে
সবাই ‘অ-শিক্ষিত’ কুম্ভ!


শ্রাবণের ধারায় ভিজবে সেদিন
যেদিন হবে মানুষ
গাছের বুকে কুঠার চালালে
হবেই তোমরা ফানুশ!


    *****

রচনাকাল - ১৬/০৭/২০২০