ফিরছে ঢাকি শহর থেকে
বাজিয়ে পুজোর বাজনা
গরীব তারা মেটেনা খিদে
দিতেই হবে খাজনা।


পুজোর বাজার বড়ই খারাপ
হয়নি সবার বায়না
কঠিন সময় পিছু ছাড়েনি
অভাব হয়েছে হায়না।


দিগন্ত জুড়ে কাশফুল হাসে
ঢাকিরা কান্না লুকায়
জীবিকা তাদের ঢাক বাজিয়ে
ক্ষুধাতে পেট শুকায়।


আগমনী গানে বিষাদের সুর
তবুও যাবেই শহর
যদি বা জোটে পুজোর বায়না
না থাক পুজোতে বহর!


আসছে বছর আবার পুজোয়
ঢাকের আওয়াজ শুনি
মায়ের কৃপায় আসবে সুসময়
আশায় প্রহর গুনি।


   ****


রচনাকাল - ১৮/১১/২০২০