ফুলের গন্ধ হারিয়ে গেছে অচিন দেশে
সুখের ভাষা রাত্রি খোঁজে নীরব অভিমানে
খোলা আকাশ ঠিকানা লেখে মেঘের ঠিকানায়
ঝরে যাওয়া এক টুকরো সুখ বন্দর খুঁজে বেড়ায়।


চাঁদ ডুবে যায় মানুষের অসুস্থ সময়ে...
ধর্মঘটে অচল হয়ে যায় উপার্জনের পথ
নিঃশ্বাসে ঢুকছে ঠান্ডা হাওয়ার স্রোত
ভরা কোটালের জলে ভেসে যায় চরাচর।


চোখের কাজলে ভাঙা নদী কথা বলে -
ঠান্ডা বাতাস ছুঁয়ে আছে মানুষের অভুক্ত  পাঁজর
ঐতিহাসিক স্থাপত্যের মত দাঁড়িয়ে আছে সভ্যতার কঙ্কাল
শুকিয়ে যাচ্ছে প্রকৃতির রঙ রূপ ভালোবাসা গন্ধ।


মেঘের মিনারে জন্ম হয় রূপকথার গল্প -
অনাদিকাল থেকে মুক্তি পেতে চায় অভুক্ত মানুষের দল
রূপকথার পরীরা আকাশের বারান্দায় খেলা করে
অসহায় মানুষ কিছুটা সময়ের জন্যে হলেও ভুলে যায় তারা অভুক্ত।


             **********


রচনাকাল - ২২|১২|২০২০