সাতদিনে লিখতে পারিনি সাতটা অক্ষরও
নতুন শব্দের খোঁজে হয়েছি দিশেহারা –
অভিধান ঘেঁটে ঘেঁটে মাথা খারাপ করেছি
শব্দগুলো যেন লুকোচুরি খেলছে দিন রাত্তির।


বিশুদ্ধ বাতাসের মত হাওয়ায় ভাসছে শব্দকোষ
রাত্তিরের গভীরতা ক্রমশ বাড়তেই থাকে
দু’চোখ ঢোলে পড়ে ঘুমের আচ্ছন্নতায় –
তবুও একটা মনোমত শব্দের সন্ধান পেলাম না।


কলমের কালিও যেন জমাট বাঁধতে শুরু করে
কবিতার অক্ষরগুলো ভাষাহীন ভাবে তাকিয়ে হাসে
নির্জনতায় আচ্ছন্ন হয় হৃদয়ের অলিগলি ...
থমকে দাঁড়িয়ে কবিতার মায়াময় শব্দ খেলা।


রাত জোনাকির আড্ডা ধীরে ধীরে বাড়তে থাকে
হাওয়ায় ভাসছে শারদীয়ার আগমনী গানের সুর
দিগন্ত জুড়ে কাশফুল আর শিউলি ফুলের শুভ্রতা
মনের আকাশে জেগে ওঠে শুধুই মা দুর্গার আবাহন!


          *******