ভালোবাসার সাম্রাজ্যে মাঝে মাঝে দেখা দেয় অবহেলার চাঁদ
ভালোবাসার বিয়ে তবুও ...
বিবর্ণ রোদ্দুরে পুড়ে যায় সম্পর্কে অধিকার।


মরমী চাঁদের আলোতে ঘনিয়ে আসে গ্রহণের কালো ছায়া
নতজানু হয়ে দাঁড়াও ভালোবাসা টিকবে -
বিশ্বাস হারিয়ে গেলেই সম্পর্কের রঙ ফিকে হয়ে যায়।


চাঁদের কলঙ্ক মুছে দেয় বেওয়ারিশ সময় -
ভালোবাসার মানুষটিকে বুকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখো
পবিত্র ভালোবাসার মহাকাব্যে লেখা হয় সোহাগের বর্ণমালা।


অবহেলার চাঁদ জোছনা দিতে ভুলে যায় হৃদয়ের উপত্যকায়
ঠিকানা খুঁজছে ভালোবাসার মানুষ -
কেমন করে যেন হারিয়ে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা।


           ******


রচনাকাল  - ১৪|০৯|২০২২