বুকের আলপথে আস্ত একটা জ্যান্ত নদী
নিজের প্রতিবিম্ব দেখা যায় সেই নদীতে
শরীরের মোহনায় দাঁড়িয়ে স্মৃতিচারণ ...
ফেলে আসা দিন কুয়াশার মতো লাগে।


হৃদয়ের উঠোনে উড়ছে ধূলো ঝড় -
পৃথিবীর সমস্ত গরল শরীরের শাখা প্রশাখায়
সবুজ ঘাস শুকিয়ে কাঁটার মতো বিঁধছে পায়ে
রক্তাক্ত হয়েও ক্লান্ত পায়ে হেঁটেছি অবিরাম।


পাখির পালকের মতো হাওয়ায় ভাসতে গিয়ে
মুখ থুবড়ে পড়েছি দুর্বিষহ যন্ত্রণায় ...
জ্যান্ত নদীতে ক্রমশ পলি জমতে জমতে
খরস্রোতা নদীও রুদ্ধ হয়েছে বারে বার।


দিগন্তে ডুবছে গলিত সূর্যের শেষ আলোক রশ্মি
কৃষ্ণা চতুর্দশীর চাঁদ আলো ছড়ায় বালুচরে
শরীরের রন্ধ্রে রন্ধ্রে মৃত নদীর স্রোত ...
সমস্ত অভিমান রাত জেগে বসে প্রহর গোনে।।


        *******