মাটির বিছানায় শুয়ে আছে গরীব
ধনীরা ওড়ায় টাকা
খুঁজে নেয় অর্থহীন সুখ
হোটেল বারে উদ্দাম উলঙ্গ নাচ।


নিশ্চিন্তে ঘুমোয় গরীব
হাজারও অভাব বুকে জড়িয়ে -
নিশুতি চাঁদ উঁকি দেয় গরীবের অভুক্ত অভিমানে।


টাকার গদিতে শুয়েও ঘুম আসে না
উচ্চবিত্ত বহুতলগুলোর বিনিদ্র রাত কাটে
পূর্ণিমা চাঁদের মায়াবী উপাখ্যান ধনীরা জানে না।


স্বপ্ন পুড়ে যায়  -
তবুও অমলিন হাসি মুখে কান্না ঢাকার চেষ্টা করে
ব্যর্থ জীবনের বে-রঙিন গল্পগুলো বড্ড কষ্ট দেয় সারা জীবন।


             ******


২৫ ফেব্রুয়ারি ২০২৩