চোখের ঘুম নিয়েছো কেড়ে
রাতেই থাকি ভয়ে
নামলে আঁধার হৃদয় কথারা
জীবন যাবে ক্ষয়ে।


বৃষ্টির ঝাট লাগছে গায়ে
ঢুকছে ঘরে জল
শ্রাবণ আকাশে রাত্রি নামে
মানুষের নেই বল।


হাসিতে লিখেছো কান্না কথা
ঘুমিয়ে আছে শহর
মানুষ জনম দিয়েছো প্রভু
কাটে না দুঃখ প্রহর।


অবহেলা আর লাঞ্ছনা শুধু
দিয়েছো বারংবার
একটু সুখ দু'মুঠো অন্ন
চাই না কিছুই আর।


মেঘলা আকাশে দেখি না আলো
জীবন আঁধারে ভরা
সুখের মিছিলে দিয়েছো দুঃখ
শুধুই কষ্টের খরা।


       *****


রচনাকাল  -  ০৬|০৮|২০২২