অবকাশ নেই রংচঙে জীবনে সামিল হবার
সময় চুরি হয়ে যায় সময়ের অগোচরে
হাসিখুশি গান ভুলে যাই সব নীরব অভিমানে!


নিদাঘ দুপুরে একটুও নেই বিশ্রামের অবকাশ
শুধুই কাজ আর কাজ এভাবেই কেটে যায় দিনরাত্তির
জোনাকিরাও কখন ঘুমিয়ে পড়ে নিজেদের অজান্তে!


মাথার ঘাম পায়ে ফেলেই হয় দু’মুঠো অন্ন সংস্থান
বড় সংসারের বোঝা টানতে টানতে শরীর হয়েছে কঙ্কাল
দু’চোখে স্বপ্নের রোদ ক্রমশ মেঘলায় ঢেকে গেছে!


একটু আয়েস একটু আরাম এ জীবনে আর পাব না
অবকাশের ঠিকানা লেখা নেই গরীবের জীবন পঞ্জিকায়
ভোরের আলো ফুটতে না ফুটতেই ছুটছে সব্বাই ছুটছে!


প্রখর সূর্যের তাপ কিংবা ভরা বর্ষায় শ্রমের অন্ত নেই
রোদে পুড়ে জলে ভিজেও উপার্জন তাদের বেঁচে থাকার পাথেয়
গরীবের হৃদয় থেকে মুছে গেছে অবকাশের অন্তর্নিহিত মানে!


             ******