মরা নদী হাসবে আবার
এলেই বর্ষাকাল
ফুলে ফেঁপে উঠবে নদী
এখন করুণ হাল।


নদীর বুক শুকিয়ে গেছে
চরছে গরু ছাগল
কেউবা শুনে অবাক হবে
কেউবা বলবে পাগল।


যে নদীটা শুকিয়ে ছিল
দেখো বর্ষায় রূপ
স্রোতের টানে ভাসিয়ে দেবে
দেখবে অন্ধ কূপ।


পলি জমে নদীর বুক
হয়ে যায় মরুভূমি
দুকূল ভাসিয়ে গিলবে সবই
হারাবে নিজের জমি।


সাগর নদীর মহা সঙ্গমে
আছে বর্ষার অবদান
বৃষ্টি ছোঁয়ায় মানুষ আবার
পাবে নতুন প্রাণ।


        ******


১৩ জুন ২০২৩