চারিদিকে শুধুই সবুজ আর সবুজ
ভোরের শিশির ভিজিয়ে দেয় সবুজ বনানীর বুক
শরৎ ঋতু আসতে না আসতেই দিগন্তে উঁকি মারছে কাশফুলের দল।


হৃদয়ের উপত্যকায় শুরু হয়েছে মা দুর্গার আরাধনা
অচিন পাখির ডানা থেকে আগমনীর সুগন্ধ ভেসে আসে
দুঃসময়ের আঁধার পেরিয়ে আলোর রোশনাইয়ে ভরে উঠবে সারা দেশ।


উৎসবে পেরিয়ে গেলেই সবুজ বনানী ক্রমশ সোনালী বর্ণে রূপান্তরিত হবে
প্রান্তিক পাখিরাও কলতানে মুখরিত হবে
জলপ্রপাতের তুমুল শব্দে ঘুম ভাঙবে সব্বার।


ঋতু পরিবর্তন হয় সময়ের সাথে সাথেই
শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে শরৎ আসে -
ঢাকের শব্দে মুখরিত হয় আকাশ বাতাস।


          ******


২৬ আগস্ট ২০২৩