প্রদীপের নীচে আঁধার কেন
প্রশ্ন সবাই করে
দিনের আলো ঢেকেছে মেঘে
দু’চোখ আঁধারে ভরে!


বৃষ্টি ফোঁটায় নতুন প্রাণের
হদিশ পাওনা যায়
ছোট্ট শিশুর মরমী স্পর্শে
হৃদয় নরম হয়!


বাদল মেঘে ঝড়ের খবর
জানতো না যে কেউ
এক লহমায় ভাসিয়ে দিল
চোরা স্রোতের ঢেউ!


সুখের আলো নিভে গেছে
ধুঁকছে অনেক প্রাণ
ঝুপড়ি বস্তি ভিজে একশা
কেউ করেনা দান!


বন্ধ দুয়ারে বৃষ্টির ঝাঁট
ভেজায় ব্যকুল রাত
জোনাকি আলোতে রাত্তির জাগে
পেটে পড়েনি ভাত!


বুকে জড়িয়ে দুধের শিশু
থমকে দাঁড়ায় কান্না
মাটির মানুষ অচিন সুখে
খুঁজছে হীরে পান্না!


   ****