মেঘ রোদ্দুর চলছে খেলা
কখনো নামে বৃষ্টি
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
কৃষক করবে সৃষ্টি।

ফসলের মাঠ ভরবে জলে
কান্না মোছা শেষ
ঘামে ভেজা শরীরগুলো
লিখছে ক্লান্তি ক্লেশ।

পুকুর মাঠ নদী নালা
বৃষ্টিতে ডুব দেয়
দু'কূল ছাপিয়ে ভাসবে জীবন
সবকিছু কেড়ে নেয়।

লোডশেডিংয়ে দফারফা
আঁধারে ভুবন ভরা
কয়েক মাস আগে মানুষ
দেখেছে ভীষণ খরা।

প্রকৃতির রূপ দেখে দেখে
মানুষ দিশেহারা
ক্যানভাসে থাক সুখের ভুবন
সবাই পাগলপারা।

       ******

রচনাকাল -
২৫শে জুন ২০২৫