অদৃশ্য শত্রু পরম শত্রু
কেমনে পাব মুক্তি
শূন্যে যুদ্ধ করছি সবাই
কোথায় পাব শক্তি?


বিধাতার চোখ কাপড়ে বাঁধা
হয়তো হয়েছে অন্ধ
অসহায় মানুষ ডাকছে প্রভু
চোখ রেখোনা বন্ধ।


অজানা রোগ অদৃশ্য শত্রু
ভয়ে কুঁকড়ে বিশ্ব
আলোর খোঁজে ছুটছে সবাই
তবুও মানুষ নিঃস্ব!


বোবা হয়েছে সবুজ বনানী
ডানা হারিয়েছে পাখি
সুস্থ পৃথিবীর ধরলো জরা
কান্না কোথায় রাখি!


বিশ্ব পিতা এসো একবার
দেখাও তোমার খেলা
সুখের পৃথিবীকে বাঁচাও তুমি
এখনি যায়নি বেলা।
  
     ****


রচনাকাল – ২০/০৭/২০২০