পেরিয়ে এসেছি আগুনের মাঠ
হেমন্ত ঋতু কাঁদে
অসহায় মানুষ করবে নালিশ
পড়েছে ভীষণ ফাঁদে।


বিচার সভায় দেবতা হাজির
আছে জমিদার, প্রজা
লক্ষ কোটি মানুষের দায়
দেবতা দেবেই সাজা!


নবান্ন গান হয়েছে বোবা
ফুটছে মানুষ ক্ষোভে
সাঁঝের প্রদীপ জ্বলার আগেই
বাতাসে গিয়েছে নিভে।


টুকরো টুকরো সুখের কোলাজ
হৃদয়ে আজও আঁকা
কান্নারা আজ মিছিলে সামিল
জলভরা মাঠ ফাঁকা!


মাথা নুইয়ে পরাজিত মানুষ
হাসিটুকু গেছে ভুলে
ডুকরে কাঁদে মৃত নাগরিক
মানুষ চড়েছে শূলে!


      ****


 
রচনাকাল – ১১/১২/২০২১