জন্ম থেকেই আগুনের উপর দিয়ে হাঁটছি
মাটি নেই, শুধুই লেলিহান শিখা  
পোড়া কাঠ শরীর  -


দখিনা হাওয়ার প্রতিক্ষায় কেটে যায় সময়ের গন্ডি
একঝাঁক সাদা বক দিগন্ত ছুঁয়ে উড়ে যায় দূর নীলিমায়
ডুবে যাওয়া চাঁদ বাসি রুটি খুঁজে বেড়ায় ...


জন্ম জন্ম বাসি রুটি খেতে হবে এটাই নিয়তি
থমকে দাঁড়িয়ে জীবনের উচ্ছল জলোচ্ছ্বাস  -
জোনাকির আর্তনাদ হৃদয়ের উঠোনে শোনা যায়।


আগুন জন্ম থেকে বেরিয়ে আসতে চাই
কিন্তু আগুনের অভিমুখ কোনদিকে জানা নেই
তাই সর্বক্ষণ লেলিহান শিখায় পুড়ে চলেছি।


ঝড় বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডায় আগুনকে ভয় নেই
এ পোড়ার শেষ কবে জানি না ...
ঋতুচক্র বদলে যায়, আগুন জন্ম থেকে মুক্তি নেই।


                *******


২৩ ডিসেম্বর ২০২২