মেঘ রোদ্দুর বৃষ্টি কথা
আকাশের সামিয়ানা
শ্রাবণ ধারায় ভিজবে মাটি
মেঘের আনাগোনা।


কৃষক লেখে ফসল কাব্য
প্রকৃতির ঠোঁটে হাসি
দুঃখের দিন হবে অবসান
সুখ পাবে রাশি রাশি।


জীবন আলোকে মুক্তির স্বাদ
পাখিরা গাইছে গান
ধানের চারায় শিশুর হাসি
কৃষকের প্রাণ দান।


ফসলের মাঠ ভিজছে নীরবে
ভিজছে ধানের চারা
দু'চোখ ভরা স্বপ্ন আঁকি
কৃষক যাবে না মারা।


আকাশ জুড়ে সামিয়ানা পাতা
মেঘেরা জমায় আসর
পাখির ঠোঁটে ভোরের আজান
বাজছে ঘন্টা কাঁসর।


       *******


৪ আগস্ট ২০২৩