অলীক অভিমানে ভেঙে যায় একটি নীরবতা
জীবনের রঙিন বসন্তে ডানা মেলে ভালোবাসার রঙ
দখিনা হাওয়ার ছোঁয়ায় দুটি হৃদয়ের উঠোনে জমা হয় কথা।


শীতের পরশ পেয়ে আহ্লাদে আটখানা প্রজাপতির দল
ওদের ভালোবাসায় ভনিতা নেই, নেই কোনো অভিমান
ওষ্ঠের সুগন্ধি নিয়ে বেঁচে থাকে হাজার বছর...


চাঁদের আলোয় শুয়ে আছে দুটি শরীর -
হৃদয়ের উৎসারিত আলোয় ভালোবাসা চিরকাল রঙিন থাকুক  
রাত গভীর হলে নীরবতা ভেঙে খানখান হয়ে যায়।


ভালোবাসার উপকূলে নৌকা দাঁড়িয়ে -
ভেসে যাও মাঝ দরিয়ায় নিরুদেশে
ছলাৎ ছলাৎ শব্দে জেগে উঠছে হৃদয়ের উপবন।


নীরবতা থাকবে জীবনে, অভিমানও
ভালোবাসার দুয়ার দাও খুলে  -
দেখবে সব অভিমান ভুলে নতুন ছন্দে ফিরবে জীবন।


               ********


১১ জানুয়ারী ২০২৩