একুশ শতক পেরিয়ে গেল
অভাব হল না দৃর
বাড়ছে শুধুই বুকের ব্যথা
কে যেন মারছে ক্ষুর!


ধূসর চোখে তাকিয়ে দেখি
সবই আঁধার গলি
দহন জ্বালায় যাচ্ছে পুড়ে
অভুক্ত হয়েও চলি।


চলার পথ অন্ত বিহীন
পাই না কখনও স্বস্তি
সভ্য মানুষ পায় না দেখা
করে ওরাই মস্তি।


মিছিলে হাঁটে লক্ষ মানুষ
কখন দেবে ভাত
দুমুঠো ভাত না পেলে ওদের
কাটবে অভুক্ত রাত।


মাটির বিছানায় ঘুমিয়ে আছে
অভিমানী সব মুখ
জোছনার আলো এতো মায়াময়
মরেও পাই সুখ।


         *******


১৮ মে ২০২৩